Monday, September 7, 2009

বেদনা

দ্রোহতার গানে ফের শুনি জল মালতি
আমাকে নিয়ে নিঃসত্ত্বার কীর্তন করে আপন মনে
অতঃপর জলছায়া তাকিয়ে আছে আলিঙ্গনের ধ্যানে
কিন্তু ছায়া থেকে গভীরতা পরিমাপ না জেনে দিয়েছি সাঁতার
জলপোকা… শ্যাওলা আমাকে জড়িয়ে ধরেছে আর…

No comments:

Post a Comment