Monday, September 7, 2009

দেয়ালকাচ

যদি বলার কিছু থাকে সাহস করে বলো বুকে হাত রেখে বলো ভাবো— ভাবো আরো নিঃশ্বাস ছেড়ে; ভাবো আরো— আরো একবার জেনে রাখো তোমার পাশে দাঁড়ানো তিন-তিনটি নিদ্রা তাড়ানো গাছ

যদি বলতে নাই পারো; ঘুরে ফেরে চলো; একটু বুঝতে দিও… জানি
তোমার বুকে স্বপ্নপাথর, হাসিফুল ঝরেছে কবে তাই জমাট বাঁধা দীর্ঘশ্বাস।দেয়াল টপকাতে যেও না যদি না-বলা কথার মতো ভেঙে যায় জানালার কাচ

No comments:

Post a Comment