Monday, September 7, 2009

এসো ২

তার পদচিহ্নে হেসে ওঠে মাটি কেঁদেছে ধুলো ক্রোধে
মেঘে-মেঘে ঘনঘটা আকাশ যে পাশে
তাই
তোমার হাতে, পাশে রাখা কাগজের ফুল
বাদে
জলাতঙ্ক জাগে জল ছুঁতে গেলে, তোর ঠোঁটে লোনা জন্মে
প্রায়ই
চোখের ক্লান্তি কি শুষে নেবে কেউ, তারপরে…
তবে
শরীর ছেঁকে নেবে যারা; পুনর্বার তারা— তুমি কি পূর্ণতা
পাবে
কতকিছু ভাবি— কিছু মনে থাকে না, স্বভাবে

No comments:

Post a Comment