Monday, September 7, 2009

টান

দাগ টেনে দিলে যে সুবর্ণকালে আমি তার বৈকুন্ঠে ছক রেখে যাই
সামান্য মন্ত্রণা হৃদকোষে রাখি, বিয়ানোর
প্রাক্কালে শ্রাবণের উচ্ছ্বাসের বাণী ছিল লিখা
চোখ তার বরিষন নামে—
তবুও মালা সাজাই সোহাগীর পুরঃগৃহে

অঞ্জলীতে যাহা পাই ব্যথানুভবে
তাতেও থাকে বৈচিত্রের সুখ, কেননা
বসন্তের ভ্রমণ শেষে হেঁটে গেছে যারা
ছুঁয়েছে ফুলের লাবণ্য, সুবাস
তাদের করুণার পাশে নতজানু আমি
কোন পথে থাকে কৃপা, সে অজানা পথেই
শুধু হাতছানি দেয়

No comments:

Post a Comment