Monday, September 7, 2009

ক্ষরণ

হাতড়ে ওঠো জরাতুর দেহ, ক্রোধে আক্রোশে সৃষ্টি করো জবুথবু ভাষা; আমি প্রসারিত দ্যাখো ছায়াদের সাথে। দমকা হাওয়া আর ভাসা-ভাসা
চোখে হারিয়ে ফেলেছি প্রাণ,ক্ষয়ে যাওয়া ক্রোধে। ফোস্কা পড়া জীবনের
গতিপথে পরিত্যক্ত ভোর। স্বপ্নীল প্রতিবিম্বগুলো একত্রে ছুটে যায় রোদে,
সময়ের পা ছুঁয়ে প্রসারিত নাভিশ্বাস—বিভাজিত চোখে ছলের কল্পকথাগুলো
তুলে রাখি খোঁপায়। শুদ্ধস্বরে যাহা ভাবো তা হয়তো অলক্ষে ঘুমিয়ে
থাকে শ্যামের লীলায়।প্রস্তুতির সুরত জমানো হরেকরকম মুদ্রায়।অলিন্দে কল্পনাগুলো জমা ছিলো এক-একটি কৌটায়।


দিনের লিপিতে কাঁপছে সবি— দুটি কৌটোয় জমানো ছিল আমাদের
পুরোনো রূপকথা। তবুও অশ্রু ভারাক্রান্ত দেহ; মুহূর্তগুলো রাশি-রাশি
শূন্যতায় ভরা।

No comments:

Post a Comment