Monday, September 7, 2009

তালু

সর্বস্ব গোপন রেখেছো হাতের তালুতে তাই দ্বিধা-দ্বন্দ্ব যত সাতপাকে ঘুরে
ফিরে এলে খুলে দেবো মুঠোহাত
দেখবো কিভাবে তুলে নাও পূর্ণতা
ছেঁকে নাকি ছেটে; তুমি তো মুখ ফুটে কিছু বলোনি
দাঁড়িয়েছো সরোবরে দূরত্ব রেখে মনে হয়
                                                  দূরদেশে

সর্বস্ব গোপন রেখেছি; তাই দেহ পুড়ে শিহরণ তুলে
ফিরে যাবো না বলে গুনে রাখি পথ, গেঁথে রাখি ছায়া
তোমার আউলাচুলে; কার সৌরভে বিমোহিত হলে
ছুঁয়ে দিলে হিমদেহে বরফ গলে এই শীত বরফের দেশে

No comments:

Post a Comment