Monday, September 7, 2009

রাত্রির ফাঁকে আনমনে ভোর

তোমার পায়ের কাছে রাত্রি হেলে গেলে আমি রাত্রি কুড়োতে যাবো তোমার পাশে
বার-বার বলি একবিন্দু জল স্পর্শ করো না উজবুকে

সাবধানে ফিরে এসো, চেয়ে দেখো আনমনে
চাঁদের গায়ে কিভাবে উষ্ণরাত্রিকে শুষে নেয় ভোর
যেভাবে পাশ দিয়ে শুয়ে ছিলো বৃষ্টির শরীর
তোমার নভোমুখে


তুমি তো শুঁকে ছিলে অনায়াসে জ্যোৎস্নারাতের নিঃশ্বাস
এবার বলো তো দেখি—
চাঁদ-তারা একত্র হলে কিভাবে ঠোটে-ঠোট চাটে

No comments:

Post a Comment