এসো ৩
ওহো তুলোমেঘ একটু পরে এসো, উড়ে এসো… ঘনরঙে ছুটে এসো ধুলোকণা সেচে; বাতাসে ঘুরে এসো দেহকোষ বেয়ে ওহো তুলোমেঘ দাবানল পুড়ে এসো রোদ-জল হেঁটে এসো খোলা আকাশের নিচে— এবার দীর্ঘবর্ষারাত পুষে এসো ঢেউছায়া খুলে এসো ডোবা-জলে ভেসে ওহো তুলোমেঘ যদি আবার ফিরে এসো তবে বৃষ্টি সেজে
No comments:
Post a Comment