Monday, September 7, 2009

স্বপ্ন

আর সে পথের নিয়ড়ে কান ধরে শুনেছি ভিন্ন মৌনতার দ্বীপ ঘিরে ইদানীং ছুটছো চরকির টানে
ছুঁতে ছুঁতে নির্মাণ করেছো হৃদ্যতার কুটির
ড্রাগনের চামড়ায় আবৃত করো স্বপ্নমাখা তুলতুলে শরীর
না হয় পিঁপড়ের কামড়ে কামবেগ হতে পারে
আনন্দ নিয়ে ক্ষতচিহ্ন ভরে যাবে রূপালি মুখ

No comments:

Post a Comment