তাকাও তুমি? চেয়ে থাকো ফুসফুস তুলে রাখো কোষ— থ্রম্বোসাইটে
আমি মাইটোকন্ড্রিয়ার ধ্যানে আবদ্ধ— তুমি
প্রোটোপ্লাজম হয়ে বিচরণ করো ফুসফুসে
একত্র হবে দেহকোষ, জেনে নেবে মাইটোসিস-মিয়োসিসের
চতুরতা। কত প্রশ্ন জমা হলো ডিম্বকে, আমি যৌবনে শিখেছি
বাইশ জোড়া ক্রোমোজোমের অজানা কথা। আর— একজোড়া
ক্রোমোজোম আজো তোমার জন্য একপায়ে খাঁড়া
No comments:
Post a Comment