কী রকম স্তব্ধতা ছুঁয়েছে কুয়াশার রাত যত বিষণ্ণতা ঝিলিক দ্যায়— জেগে থাকা দূর্বাঘাসে
আমাকে আত্ননিবেদিত করে চেনাফুল—
হাসনাহেনার ঘ্রাণ, কতটুকু চতুরতা পেলে
দেহমিনারের সাথে কথা কয় কুয়াশার রাতে
অসংখ্য সন্তাপ
No comments:
Post a Comment