Monday, September 7, 2009

রোমন্থনলিপি ২

ওই শব্দীগুলো উঠে এলো বাঁকে উৎসের ঢেউ ভাঙা দোলাচল বুকে—
আমি ধ্যানে রাখিনি— শুধু কম্পাংক মাপি


দূরে বাজে সুর কান পেতে রাখো, দেখবে মূর্ছনার
আওয়াজ ভেসে ওঠে প্রতিধ্বনি সুরে


পিছলে যাবে জানি পা; কথাগুলো তবুও জপি
তবে বলতো রহস্য ঘোর থেকে তোমার শরীর
কতটুকু উষ্ণতা পেল, দাঁড়িয়ে আছো তবে— ক’হাত দূরে

No comments:

Post a Comment