তবুও দেখো— কথাগুলো রয়ে গেলো রেখায় দূর থেকে উঁকি দ্যায় আবছায়া… কিংবা দেখায়
তাতেও সহে যায় স্মৃতি, এমনি— অযথায়
পরে গেল কথা রমণীর অষ্টাদশী তুলতুলে গালে
সাতপাক ঘুরে হেঁটে গেছে যারা, যন্ত্রণা গিলে—
খেয়েছে মলিন হাতে; জানি স্মরণ আসবে না তা— ঝুলে
যাবে চোখ, বৃষ্টির স্যাঁতস্যাঁতে জলে
কেননা যার জন্য পঞ্চপ্রহর একহাতে ধরে রাখি…
একাকার হয়ে নির্বিঘ্নে ঝরে অশ্রুসিক্ত আঁখি
এপাড়-ওপাড় দুইপাড়, পাড়ি দেই সখি
বলো তো—
পুলসেরাত উত্তরণে এখনও ক’হাত বাকি
No comments:
Post a Comment