Tuesday, September 8, 2009

ভারাক্রান্ত দেহ

তবু অশ্রুতে পুড়ে ভারাক্রান্ত দেহ
তাই স্মৃতি তাড়িত ভোর হলে চারপাশে
ছড়িয়ে-ছিটিয়ে দেই আলো—


তুমি ক্ষরণটুকু এঁকে দাও রোদের তাপে
ক্রমশ শংকিত হই; ম্লান চোখে চেয়ে
প্রসারিত করো চোখ পয়মন্ত রোদে
ভারাক্রান্ত দেহ পুড়বে না কভু সহে যাবে—
কাকপক্ষী জানবে না; তুমি পোড়ালে

No comments:

Post a Comment