কতদিন জেগেছিলে চোখে
তারপর ঠিকানা পেলে নির্বাসিত বুকে
বহু রাত অবসাদে নিদ্রাস্বপ্ন হলে
কৌতূহল বেড়ে গেলো আলুথালু চোখে
বর্ণিল স্পৃহা নিয়ে জেগে ওঠে যত ঘূর্ণায়মান অতীত
তারও অগোচরে মৌন অপবাদ ছেঁটে খায়
কতদিন কেটেছে ভ্রান্তি ছুঁয়ে
কত প্রহর বুঁদ ছিলেম ঠুনকো গ্লাসের তলে
আজো তৃষ্ণার্ত হই সরীসৃপের লেজে
খোঁজ করি সোনালি ভবিষ্যত
আর ইদানীং দীর্ঘ বিরতিতে ফুটেছে
তোমার চোখে কত রকম আশা আর ভাষা
No comments:
Post a Comment