দাহতার প্রাজ্ঞতা শিখেছি আগুনের আঁচে রোদের প্রখরতা সহেছি ধীরে—
একজন জ্যোতিষের কাছে জেনেছি হাতের
মারপ্যাঁচ— রাশিচক্রের অজানা কথা
একজন নৌকোমাঝির কাছে শুনেছি
জলের হাওয়াতে পালতোলা আর
বণিক শিখিয়েছিলো স্বর্ণের চতুরতা
শুধু আজানা রয়ে গেলো তোমার
হৃদয়ের গোপন কথা
No comments:
Post a Comment