Monday, September 7, 2009

আবছায়া

নিবিড় বৃত্তের মধ্যে এলোমেলো ঘুরি, অন্ধকারে লুকিয়ে ছায়া মৌন রেখায় আড়াআড়ি দাঁড়িয়েছো, চেয়ে দেখো— পৃথিবীর কায়া নির্জনে ব্যাসার্ধ থামিয়েছো চোখ, গোপনতা নেই আর চোখের শ্বাসে স্তব্ধ বিন্দু এখনো এঁকে-বেঁকে আমার জন্য জেগে আছে জেনেছি তার পাশে

তাই একাসনে তৃপ্ত রাখি যত লিপ্সা, আর রাতের ভাষা
ততবার নির্মিত করেছি কথামালা যত আঙুলের ফাঁকে
তবুও সংশয়ে যদি ভেঙে পড়ে কথা— কথার অন্তরালে
                জেনে নেবো সবকিছু— ব্যর্থ অনুভবে

No comments:

Post a Comment