সব পথ পরিভ্রমণ করেছি বলে নতুন পথ খুঁজি জল থেকে উঠে ভাবি এ তো ছিল সব আদি অন্ত—
অহমের দহন প্রকাশ
গন্তব্যে ফিরছি কলঙ্কী সেজে, কলঙ্ক তো আমারই ঘাড়ে
মল্লিকার কলঙ্কের মালা গেঁথে রেখে দেব শুভ্র পাতায়
সব গ্লানি ধুয়ে নেবে যৌবনের স্রোতধারা জল
No comments:
Post a Comment