Monday, September 7, 2009

বিকিরণ

ব্যথিত হলাম তা জেনে পাঁজরের নীচে                                       জমেছে শিহরণ
যারে খুঁজতে গেছি দূরে— তার চোখে বিকিরণ
চোখ ভরা বিষ; অবিরত ক্ষরণ
ফলে রোদে পুড়ে বন

মনে পড়ে কুয়াশারাতে অভিমানী শীত
বোবাজলে মাগুরা নদীর পাশে কলঙ্কিত প্রেম
আমার তৃষ্ণার্ত জিভের ফাঁকে নীরব জল এলে
এখনো মাঝে মাঝে নদীপাড়ে জোনাক জ্বলে

No comments:

Post a Comment