Monday, September 7, 2009

বিবিধ

ওইখানে গোটাও অভিপ্রায় যত পাঠ করো দু-হাত নেড়ে... যতদিন মিশে-থাকা যায়
                                            রোদের তীব্রতা গিলে

তুমি আর আসবে না—
ফিরবে না কভু একথা বলোনি যে আগে
তাই কতটা অপেক্ষা করতে পারে বলো বহমান স্রোত

মেঘে মেঘে এখনো ভাবনা জাগে তবু মনে পড়ে না
এত যে মিশে-থাকা কার জন্য অস্পষ্ট বেড়াজালে

No comments:

Post a Comment