Monday, September 7, 2009

অস্থিরতা

অস্থিরতা কেন এত বেশি তাতায় আমি লুকিয়ে রাখি মুখ—
অচেনা ঠোঁটের ধারে; লতা-পাতায়
তুমি এলে অস্থিরতায় ঠোঁটে জল পোড়ে
                               ফেনা থেকে যায়


ওইখানে আলোকরশ্মি রঙধনু মেখে
তুলে নিচ্ছে ঘ্রাণ, তোমার দ্বিধায় রোদ আজ
ত্রিশফুট নিচু হয়ে খুলে ধরছে আলোর বিচ্ছুরণ
আমি রোদের তিক্ততা পান করে তৃষ্ণা মিটাই
কেউ তো জানে না আসলে অস্থিরতা কেন এত বেশি
হিসাব মেলাতে শুধু তুমি দোটানায় স্বপ্ন পোড়াও

No comments:

Post a Comment