দূরে কেনো ফেলে রাখো তোমার চোখের জ্যোতি
তবে কি আমার নিদ্রাপর্বে রাধাকৃষ্ণ ঢেউ
ঋতুতে ঋতুতে বুঝি শুষ্কপাতা বৃথাগাঁদাফুল
সুতোজলে বাঁধা মৌরি… মৌ
সামনে দাঁড়ালে বুঝি লক্ষ আকুতি
ডানাঝাড়াস্মৃতি
তাই
হেঁটে যেয়ো একশ কদম গন্তব্যহীন, দেখবো পরিমাপ
তুলে রাখবো পাতাঝরা ক্ষণে তোমার পদচিহ্ন-ছাপ
No comments:
Post a Comment