Tuesday, September 8, 2009

রোমন্থন লিপি : ৪

কাঠ কয়লা পুড়ে ছাই হয় নির্লজ অন্ধকারে ইচ্ছের বিপরীতে পুড়ে তরতাজা রোদের সকাল
রহস্যকথা একাকী বতাসে ওড়ে ধীরে
যত পাখি উড়ে যায়; তত পাখি ধরা পড়ে

আমি তো কাঠ কয়লার সেজে পুড়ছি সকাল-সন্ধ্যা
রাত্রি ঘনালে দূরে যাবো না— যদি বেরোয় আগুনের লাভা

No comments:

Post a Comment