Monday, September 7, 2009

ইচ্ছা

জানি পথের ভিড়ে এখন রোদপথ হারিয়ে ফেলেছি আর আবদ্ধ হয়ে পড়ে থাকি সব সুতোজালে… তবে কেন?
কোন বিলাপের মত্ততায় করিলে কাঙালপনা
হয়তো-বা দীঘল সময় পচা ডিমের খোলস হয়ে
নিরলে কথা বলবো আকাশের প্রান্তে
নয়তো যন্ত্রণায় কুঁকড়াবো চৌদিক কম্পাসের মতো

No comments:

Post a Comment