তুমি কি জেনেছো কিভাবে সময়ের ব্যবধানে স্মৃতি ঝরে পড়ে হিম বাতাসের তলে
আর রক্তকণাগুলো আটকে গেছে অদূরে ওই
ছেঁড়া-শার্ট আর ঝিনুকের খোলে
নিঃসঙ্গ সময়গুলো এখন বড় দীর্ঘ মনে হয়
ভাবলে আচানক লাগে
তবু ভাবি—
তুমি ভুলে গেলে মেপে নেব নিঃসঙ্গ না-হওয়া
আসলে কি ভালো; যতবার যাত্রাপথে কুড়িয়েছি ছায়া
No comments:
Post a Comment