Monday, September 7, 2009

পরিমাপ

স্বপ্নের প্রজনন জমা হলো ল্যাম্পপোস্টে অস্তিত্ব নিভু নিভু কেরোসিনে… নিদ্রাহীন সার
অল্পসল্প ঘুমচোখে চর্বিত করেছি চেনা সুর
                                 সুখাভাব চেহারা…
নোঙর পেতে রাখি নিলিপ্ত ছায়ায়, লুপ্ত কথাগুলো
ঠিকানা পেল— ছ’আনা স্টিকের অতলে

যৌন কৌতূহল দেখি কীর্তনখোলা নদীর
উর্মিরা আঁছড়ে পড়ে হাতে, নীলাভ সন্ধ্যার ঘোরে
ঝরে গেছে যত ক্রোধ; শুকনো পাতা হাটে— থেমে গেছে হাওয়া
তারও ভ্রমে উৎকীর্ণ সাধের বারো আনা শরীর—
অচেনা পথে চার আনা পুঁজি করে বেঁচে আছে যারা
তাও একদিন হারিয়ে যাবে চিরস্থায়ী ঘুমে

ল্যাম্পপোস্ট নিভে গেছে ঘুমে, চেয়ে দেখি সবি অন্ধ; অন্ধকার
এখন কার সাথে কথা বলি— তবে তো নিদ্রাটাই সার

No comments:

Post a Comment