Monday, September 7, 2009

নিদ্রাপাঠ

শ্বাসের ভেতর আড়াল হয়ে যাও যেমনি নিঃশ্বাসের অতলে ডুবে থাকে প্রশ্বাসের ছায়া, বিরহের করুণ সুর— ভাবনার গহ্বরে জেনেছি তুমি হবে আতশি কাচ।তা না হলে তোমার সামনে দাঁড়াতে এলে আমার মুখ কেনো আটকে যেতে চায় শিকে, নিমগ্ন হতে চায় প্রতিটি কোষ যেন খুলে পড়বে এখনি তোমার শরীরের প্রতিটি ভাঁজ হতে ভাঁজে। আর এখন তুমি আড়াল হতে শিখেছো মেঘের কাছাকাছি হেঁটে, তবুও স্মৃতি যত দুলছে দূরবনে; দূরের বাতাসে। একসময় নিকটে ছিলে, এখন আড়াল হলে সময়ের ব্যবধানে।তাই কথার ইঙ্গিতে যতটুকু প্রাজ্ঞতা শিখেছো, তারচে’ বেশি অজ্ঞতা রেখে দেয়া যাবে কথার তোড়ে নয় গূঢ়নিদ্রাপাঠে

No comments:

Post a Comment