কোন পথ ধরে যাব
অচেনা পথে ঘুরে-ফিরে আসি ফেরার কৌশল জেনে প্রত্যাবর্তনে খুঁজি স্মৃতিপথটুকু ক্লান্ত পালকের কাছে তার চিরায়ত মন্ত্রে আপ্লুত করে দেয় হৃদপিণ্ডসহ তৃষ্ণার্ত গহব্বরে, তাই শীতপাখির মতো খুঁজি ভোরের রোদ পোহাবার ডানা… যে-পথ ধরে চলে গেছে কথা অরণ্য সবকিছু গ্রাস করেছে… এখন শাদা পোশাকের দল… ভাবি দৃশ্য যখন বার বার ফিরে আসে তাই ওই পথ ধরে হেঁটে যাবো গ্রহণের আগে ও পরে
No comments:
Post a Comment