তোমার কাছাকাছি এলো আমার কাগজের নৌকা স্রোতের বিপরীতে বৃষ্টি আর এক টুকরো মেঘ
আর আমরা যারা স্বপ্ন ভেঙে জেগেছি দেখি ক্ষয়িত
মুখাবয়ব আর জ্যামিতির রূপে প্রবাহিত সব
মেরুকরণের শুভ্রতা ঘিরে, আর স্পর্শের বিষমতায়
অভিষিক্ত আমি ইন্দ্রিয়পথে মিশে গেছি সীমাহীন কিনারে
যারা অজ্ঞাতসারে গিয়েছি কিনারে দেখি মিশে গেছে সব
স্রোতের বিপরীত স্রোতে
No comments:
Post a Comment