গাছেরও নিদ্রা থাকে, পাতার থাকে ওড়ার সাধ রোদের থাকে হাসির ঝলক, ছায়ার থাকে মায়া
তাই রোদের গায়ে মিশে আছে ছায়া হয়ত নিরাশ্রয়ে
শেকড়-বাকড়ের সংশয় ছিল আগে, এখনও জাগে—
ঝড়ের গতি বেড়ে গেলে
কিন্তু মেঘের গর্জনে কখনো আকাশ ফাটেনি
গাছের নিদ্রা আরো কিছু বাড়ে
মেঘের কষ্ট আছে বৈকি, আমার চোখে গ্লানি
No comments:
Post a Comment