Monday, September 7, 2009

আয়না

তুমি যদি তাকাও ঋণী তবে চোখ সন্ধেবেলা ঘুরে-ফেরে নামে গভীর নীরবতা
নীরবতা জানুক ভালো-মন্দ কথা; অনুতাপ
তোমাকে একা রেখে ফুলের টবে

তুমি যদি ফিরে এসো; এসো ঠোঁটে-ঠোঁট রেখে
যত হাসি লেগে থাকুক আজ আয়নার ফাঁকে

No comments:

Post a Comment