Monday, September 7, 2009

ব্যবচ্ছেদ করো মনে মনে

পাশ ঘেঁষে বসার গল্প কবেই হয়েছে অজ্ঞাত, তুমি এড়িয়ে চলো চুপ-চাপ সেই মতো করে সব কিছু বুঝি গেছি কবেই দেহের উপর নেই কারো অধিকার; তীব্র বেগে ধাক্কা লাগে অন্তরে— মন রাত্রিকানা। স্বপ্ন ফুরিয়ে গেলে রাত্রি দীর্ঘ মনে হয় না আশা দু’রকম এগোলে স্বপ্নগুলো রুদ্ধশ্বাসে  ফুটে গোপনে, পাশ ফিরে বসার গল্প যারা বলে তারা কি মূর্খ?
তোমার ভালোবাসা সন্ধেবেলাকার আহ! বসন্তে হও স্নাত জলের বাগানে এবার দীর্ঘায়িত করো চোখ— ব্যবচ্ছেদ করো ভ্রান্তি যত মনে মনে

No comments:

Post a Comment