রাত হলে অন্ধ হয়ে যায় চোখ ঘনালে আমিও চিবোতে থাকি স্মৃতি…
রাত্রিগভীর হলে আমিও গর্ভবতী হই
বেদনার বীর্যপাত সেরে চলিষ্ণু বিলাপে
গর্ত খুঁড়ে চোখ— আহ্লাদি তৃষ্ণা যত একে-একে
জাগে
রাত্রি গভীর হলে তুমি পুঁতে রাখো বেদনার ঝুড়ি
জ্যোৎস্নাকে কি কখনো ধরে রাখতে পেরেছো; তাই
ভাবনাকে বারবার ভেঙে দেখি
No comments:
Post a Comment