দুলছে যত ছায়া বিষণ্ণ আবছায়া
অদৃশ্য জীবনের গ্লানি দেখি চোখে
হাতের রেখায় শিখি ভাগ্যই নেই দেখি
ফ্রেমে বাঁধা কার প্রাণ; কার বাঁধা শিঁকে
কতটা ফাটে রোদ কথায় যত ক্রোধ
বুঝি না কেন সংশয় হাত বাড়ালে
আড়ালে অশ্রু ফেলে স্বান্ত্বনা খুঁজে নিলে
তৃষ্ণা মিটে না কভু বৃষ্টির জল গিলে
আঁধারে যত স্মৃতি দুঃখ নয় দুর্গতি
তারপর কিছুই তো রইলো-না বাকি
স্মৃতি বয়ে যায় মায়ায়; কান্নায়
আমার যত ক্রোধ ওই ছয় তালায়
No comments:
Post a Comment