নিরবধি শূন্যতার সত্তাকে অযথাই কাঁপায় এ প্রশ্নগুলো দাঁড়ানো মধ্যবর্তী কালের কথায়
তোমাকে নিয়ে কিছু লিখতে চাইনি— তবুও ভাবনায়
তুলে রাখতে চেয়েছি সব কথা দিনের কল্পনায়
অতঃপর ছবিগুলো বোবার মতো বারংবার উঁকি দ্যায়
ছুঁতে চেয়েছি শ্রাবণের বৃষ্টি কিংবা তোমায়
যত ডুবে থাকো জলমালতি— নিদ্রাজলের কথায়
দেখতে দেখতে বয়স বাড়ে, কত স্মৃতি অনিচ্ছায় হারায়
হারাবে না আমাদের স্বপ্নগুলো অচল মুদ্রায়
যদি চাও বলো—
কাল প্রাণটি পোষ্ট করে দেবো তোমার ঠিকানায়
No comments:
Post a Comment