Monday, September 7, 2009

পুরোটা চুরমার

পুরোটা দেহে জমেছে ক্রোধ, তুমি হয়েছো শীৎকারে ঋণী দেহ বেয়ে উঠে ছিলো ছিন্নভিন্ন ঘৃণা; দুঃখ ফুটাতে পারিনি
কাঁদতে চাও বারবার, আমার দু’চোখে নেই একঁফোটা পানি

এতদিন কেউ দেখেনি মনোবনে জ্বলছে কত হাহাকার
তুমি ঘুরে দাঁড়াতে এসে হয়েছো চুরমার

No comments:

Post a Comment