Monday, September 7, 2009

অঙ্কন

আঁকো দেখি সোনালি রোদ গুণগতমান যাচাই করো তো শুনি
সূর্যের হাসি চিহ্নিত ছায়ার
প্রসারিত করো উদাসীন চোখে—
                                  বিষণ্ণ বাতাস
দু’হাতে ছিঁড়ে ফেলো মৃত্তিকা কিংবা
নিঃসঙ্গ ভাসমান রাত

No comments:

Post a Comment