Monday, September 7, 2009

সন্দেহ

সন্দেহ প্রকট হলে ছায়া মৃদু হাসে খসে পড়ে স্পৃহা ভেষজ মায়াবী আঁচে
ইশারায় বলে যাও কথা পরিধি জেনে
তাই গোপনে যন্ত্রণাগুলো বারবার দোলে


যদি ঈর্ষায় স্পর্শ করো সন্দেহের হাত
অর্ধেক হৃদে তবে ধাবমান কাঁটা
সেই ভয়ে যাহা রচিবে তুলে নেব সব
                                   সময়ের মলাটে

No comments:

Post a Comment