Monday, September 7, 2009

মেঘপ্রবাহ

বাতাস যখন আধিপত্য স্থাপন করে ধুলোর সাথে আমি তখন স্বেচ্ছায় জল ছুঁতে যাই, তীরে রেখে যাই ঘোরলাগা স্বপ্নের অজ্ঞাত কথা। তাই মেঘময়ী খুপির ঠোঁটে যতবার রেখে এসেছি মরমী গূঢ় ততবার জেগে ওঠে গ্রহণের সাধ।কিন্তু স্পর্শটুকু জানা হয়নি;কেন জানি শুকনো ফুলের মধ্যে গন্ধ থাকে না। তবুও যদি কিছু কথা জমা পড়ে থাকে অনিচ্ছায় প্রেরণ করে দিতে পারো জলের ঠিকানায়। যতটুকু আমি জানি বলে দেব,বাকীটুকু জেনে নিও মেঘময়ীর কাছে, দেখো উৎ পেতে আছেন উনি… তিনিই আমাদের মেঘপ্রবাহস্বজন

No comments:

Post a Comment