পউষের হাড়ি থেকে বেরুলো যে বাতাস, সে কী-না স্বজনতা পেতেছে শিশিরের সাথে; আমি শিশিরের
রেখায় দাঁড়িয়ে ছুঁতে চেয়েছি বাতাসের তত্ত্ব
তার আগেই রূপ লতার মতো ঢুকে গেছে
আমারই গোপন মাংসের ভাঁজে—
রক্তনালী বিক্রিত হলে ভাবালুকথার কলকব্জার
স্রোতজলের বাহারী তিলক পরিয়ে দেবো অই
রোদপথের ঠোঁটে
No comments:
Post a Comment