Monday, September 7, 2009

বাস্তবতা

চোখে দেখিনি স্বপ্ন-বাস্তবতার মিল অমিল কোথায় জানি না— বাস্তবতা কোন অর্থে দাঁড়ায়
সবাই স্বপ্নকে ভেঙেচুরে দেখে
আমি তো স্থির হয়ে আছি নিজ স্বভাবে

যারা গুনে রাখে বাস্তবতা তাদের স্বপ্ন দেখা মানায়

সবাই বলে এই যা— বাস্তবতা মেনে নিতে হবে
তাই বলে তুমিও কি দূরে চলে যাবে
বাস্তবতা বলতে কিছু নেই; তাই তো হয়েছি স্বজন বিমুখ
চোখের ধারে কাছে যা কিছু দেখি তা তো স্পর্শবিহীন সুখ

No comments:

Post a Comment