পাত্র খুলে পড়ে যায় সব
পাত্র খুলে পড়ছে সব সম্ভবত স্বাদ-আহ্লাদ সাথে কিছু গোপনতা, আমিও জানি না কতটুকু পাবে ঘ্রাণ তার সাথে মিশে থাকা ক্ষমতা অক্ষমতা। অপেক্ষা কেবল রয়ে যায় পাত্রের গায়ে, ফলে যদি চলে আসে গ্রহণের স্বাদ খুলে যাওয়া পাত্রের আগে, আমি সেই স্রোত বেয়ে অনুসরণ করে যাব আলপথ বেয়ে। তাই সহসা গলে যায় তৃষ্ণার্ত ঠোঁট অপেক্ষা কেবল থাকে শেকড়-বাকড়ে। সবাইতো সময়ের কাছে নতি স্বীকার করে, আস্তে আস্তে বয়সও বাড়ে; আমি পড়ে থাকি একা ভুলের ঘোরে ভূগোলের পরে
No comments:
Post a Comment